"... কি করি?" সিরিজ
সংক্ষেপে বলছি :
১। সব আন্দোলন থেকে দূরে থাকেন।
২। আরবী শিখতে থাকেন।
৩। শরিরের চর্বি এবং ভুড়ি জমতে দেবেন না।
৪। কোরআন শরিফের একটার পর একটা সুরা শিখতে থাকেন।
৫। দ্বিনের মাসলা মাসায়েলগুলো জেনে নিন।
৬। বাকি সময়টা ইবাদতে।
ব্যস্ততা বা পরিক্ষা চলে আসলে আর ইবাদতের সময় পাবেন না।
"জিহাদি মুডে আছি তাই নফল ইবাদতের দরকার নেই। কারন নফল ইবাদতের থেকে বহু গুন বেশি সোয়াবের কাজ আমি করছি"
প্রথমতঃ মুডে থাকা আর আসল জিনিসকে এখানে এক ধরা হচ্ছে কোনো কারনে।
দ্বিতীয়তঃ রাসুলুল্লাহ ﷺ থেকে বেশি জিহাদ আমরা কেউ করি না। এবং উনার থেকে বেশি নফল ইবাদত আমরা কেউ করি না। "মুডে থাকলে এক্সট্রা ইবাদতের আর দরকার নেই" উনার জীবনে আমি এরকম দেখছি না।