নেপাল প্লেন ক্রেশের সর্বশেষ বুঝ হলো।
- পাইলট কোনো কারনে এয়ার পোর্টের ১৮ কিলোমিটার আগেই প্লেনকে একেবারে ল্যন্ড করার মত নিচে নামিয়ে অনেন, চাকা নামিয়ে। একেবারে গাছের মাথার কাছে।
কেনো? কি কারনে? সেটা ক্লিয়ার না। টাওয়ারকে কিছু বলেন নি।
- এর পর এয়ার পোর্টের কাছে গিয়ে রানওয়েতে না নেমে সাইডে ঘুরে গিয়ে পাশের মাঠে ক্রাশ করেন। এতে আগুন লেগে যায়।
কারন হতে পারে :
আজকের খবর পাইলট আবিদের স্ত্রী উনার মৃত্যুর ১ সপ্তাহ পর ব্রইন স্ট্রোক করে মারা গিয়েছেন। বলছিলেন "সে কথা দিয়ৈছিলো আমাকে রেখে সে যাবে না।" Well কথা পূর্ন হলো। দুজন এক ছেলে রেখে গিয়েছে স্কুল বয়সের।
RIP.
- Comments:
- ^ indeed. It's not like he understands it completely, and then choose to take one side with full knowledge over the other.