Post# 1521792881

23-Mar-2018 2:14 pm


চায়ের কাপে আলোচনা চলছে :


: চেতনাকেই যদি হক না-হকের মানদন্ড হিসাবে ব্যবহার করো। তবে এখন তবলিগের কোন সাইডকে চেতনার বেশি কাছাকাছি মনে করো?

: চেতনা বলতে কি বুঝাচ্ছো?

: যেমন, পাকিদের ঘৃনা।


: আশারি আথারি তর্কে তুমি কোন সাইডে?

: আমি কি বিশ্বাস করি সেটা ফ্যক্টর না। এটা বলো, তোমরা না বলো দাজ্জাল খুব কাছে?

: হ্যা।

: দাজ্জাল যখন নিজেকে খোদা দাবি করে আসবে, তখন আশারি বনাম আথারি কোন সাইডের যুক্তি দাজ্জালের বিপরিতে সবচেয়ে সেইফ বলে মনে করো? সিফত নিয়ে কাদের বিশ্বাস দাজ্জালের সবচেয়ে বিপরিত?


: সহি আর হক শব্দ দুটো এক মনে হলেও এযুগে ইউজ কেইস ভিন্ন। তর্কটা এখন সহি বনাম হক নিয়ে।

: হক মানে?

: যেমন, "হাক্কানি"।

23-Mar-2018 2:14 pm

Published
23-Mar-2018