যে কোনো রিফিউটেশনে আমি দেখি যে বিরোধিতা করছে সে কোর পয়েন্টটা নিয়ে আলোচনা করছে কিনা।
যদি করে তবে আলোচনা হবে সংক্ষিপ্ত। অন টু দা পয়েন্ট। দু সাইডই প্রতিপক্ষের মত বুঝতে পারবে। এর পর গ্রহন করলে করলো নয়তো আলোচনা শেষ।
যদি কোর পয়েন্ট নিয়ে আলোচনা না করে তবে সে লাইন বাই লাইন রিফিউটেশনে লেগে যাবে। রিফিউটেশন হবে লম্বা পৃষ্ঠার পর পৃষ্ঠা।
লাইন বাই লাইন রিফিউটেশন বুঝায় নিচের যে কোনো একটা :
১। হয়, কোর পযেন্টটা [মূল বিষয়] বুঝার মত বিচক্ষনতা বিরোধিপক্ষের নেই। এটা কোনো দোষ না, সবাই মুসলিম, এবং সব মুসলিমকে বিচক্ষন হতে হবে এমন শর্ত নেই। কিন্ত যার এই বিচক্ষনতা আছে তার জন্য এই লাইন বাই লাইন রিফিউটেশন পড়ে কোনো লাভ নেই।
২। অথবা, মুল বিষয়টা সে ঠিকই বুঝে। কিন্তু সে চটুল। জানে লাইন বাই লাইন রিফিউটেশন লিখলে মানুষ ধারনা করে ঐ পক্ষের কথা একেবারে মিথ্যা। তর্কটা তার ফেবারে থাকে।
৩। অথবা, এটা তার অভ্যাস। বিরোধিতার জন্য বিরোধিতা।