তবলিগের কাজ আর আলেমদের কাজ দুটো ভিন্ন জিনিস।
মানুষ আলেমদের কাছে আসবে ইলম শিখার জন্য। আলেম নিজের জায়গায় থাকবেন।
আর তবলিগে মানুষ আম-পাবলিকদের কাছে যায়, দ্বিনের প্রচারের জন্য।
"তবলিগওয়ালারা মাদ্রাসার আলেমদেরকে নেতৃত্বে রেখে কাজ করছে না।" -- এটা যদি কারো ক্ষোভ হয় তবে সামনের পথ বন্ধুর।।
https://www.jugantor.com/social-media/30417/একজন-মূর্খ-তাবলিগওয়ালার-খোলা-চিঠি