Post# 1521710746

22-Mar-2018 3:25 pm


"আমি জের জবর ছাড়া আরবী পড়তে চাই। কি করে পড়বো? আপনি কি করে পড়েন?"


অফিসিয়াল উত্তর হলো : নাহু ও সরফ শিখতে হবে। এগুলো আরবী গ্রামার রুল।

বাংলায় বই পাবেন। কিন্তু বাংলা বইগুলোতে সাধারনতঃ বুঝানোর থেকে বাচ্চাদের মুখস্ত করানোর দিকে বেশি ফোকাস থাকে, মানে "সংগা লিখো" এর উত্তর। আর সব বাংলা বইয়ের মত।

ইংরেজি বইগুলো এরকম না। তাই যারা ইংরেজি পারেন তারা নেট থেকে খুজে আরবী গ্রামার শেখা শুরু করতে পারেন। "নাহু সরফ" দিয়ে খুজতে হবে না। কারন আরবী গ্রামার বলতে মূলতঃ নাহু সরফ বুঝায়।


"গ্রামার শুনলে আমার জ্বর আসে। বাংলা-ইংরেজি কোনো গ্রামার-ব্যাকরন আমি পারতাম না স্কুলে।"

গ্রামার শেখার জন্য শিখবেন না। যেমন স্কুলের বাচ্চাদের করা হয়। আরবী পড়তে গিয়ে যখন প্রশ্ন জাগবে "ওখানে এরকম কিন্তু এখানে এরকম কেন?" তখন খুজে বের করবেন কেন এর উত্তর। এই ক্ষেত্রে এবং এই রকম বাকি ক্ষেত্রে। আস্তে আস্তে গ্রামার শেখা হয়ে যাবে।


"কয় বছর লাগবে?"
কয়েক বছর লাগবে। প্রেকটিশের ব্যপার যেহেতু।


"আপনি কি করে শিখেছেন?"

কোরআন শরিফ শেখার সময়। কোথাও আছে "মুসলিমিন" কোথাও "মুসলিমুন" এগুলো আলাদা আলাদা করে প্রতি বাক্যে মুখস্ত করে নিতে পারতাম। বা কেন মুসলিমিন বা মুসলিমুন হয় সেটা জেনে নিতে পারতাম।

আমি জানার দিকে মনোযোগ দিয়েছিলাম। এটা একটা।

দ্বিতীয় হলো : পড়তে পড়তে এক সময় দেখি জের জরব ছাড়া কিছু কিছু পড়তে পারছি। এটা চর্চা করতে করতে হয়ে যায়। আরো চর্চা করলে আরো বেশি। গ্রামার না জানলেও। বাংলা যেমন আমরা গ্রামার না জেনেও বলতে পারি।

তবে রাতা রাতি হবে না। আমার বয়সটা দেখতে হবে। প্রায় ৫০। আরবী শিখছি ৫ বছর বয়স থেকে। ভালো পারি যে তাও না।


"কোনো বই?"

দেশে স্ট্যন্ডার্ড রেফার করা হয় "এসো নাহু শিখি" "এসো সরফ শিখি" এই কিতাবগুলো। নেটে খুজে অর্ডার দিলে পাবেন।

ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা Amazon এ আরবী ব্যকরন শেখার ভালো বই পেলে অর্ডার দিয়ে দেখতে পারেন।

    Comments:
  • পেইজের উপর থেকে ভিডিওটা প্রথম থেকে একবার প্লে করে দিয়ে। এর পর ভিডিওটা না দেখে স্ক্রল করে নিচের শব্দগুলো মিলাতে থাকুন। এতে আরো ভালো কন্ট্রোল পাবেন।

22-Mar-2018 3:25 pm

Published
22-Mar-2018