Post# 1521701700

22-Mar-2018 12:55 pm



এক দিনকে যদি হাজার বছরের সমান ধরেন, যেরকম কোরআনে বর্নিত হয়েছে, তবে বৈজ্ঞানিক মতে মহাবিশ্বের সৃষ্টি থেকে এখন পর্যন্ত সময় ৪০ হাজার বছরের কাছাকাছি।


রাসুলুল্লাহ ﷺ এর যুগে মদিনার মুসলিমদের সংখ্যা ছিলো ১,৫০০ জন মাত্র। নারি পুরুষ শিশু মিলে। এত অল্প সংখ্যাক লোক নিয়ে উনি বদর উহুদ খন্দকের যুদ্ধ করেছেন।


আমরা জানি যে এক ওয়াক্তের জন্য ৮০ হুতবা জাহান্নাম যে হাদিসটা প্রচারিত আছে সেটা সহি না।

তবে সহি না যদি কোট করি তবে আমি উপরের বহুল প্রচারিতটা কোট না করে বরং কোট করবো উলুমুদ্দিন থেকে : কোনো মুসলিম সর্বোচ্চ ৭ হাজার বছর জাহান্নামে থাকবে নিজের পাপের জন্য। সর্বশেষ মুসলিম ৭০০০ বছর পর বেরিয়ে আসবে।

এটা যদি আখিরাতের বছর হিসাবে হয় তবে আরো লম্বা সময়।

    Comments:
  • বললেই বা কি? এটা কোনো শরিয়া হিসাবে বলেন নি। বলেছেন নসিহা হিসাবে। উনার সামনে বসে যে শুনবে সে বুঝবে বলেছেন গোপনে পাপের নিষেধ হিসাবে। এক লাইন যারা কোট করে তারা দেখায় প্রকাশ্য পাপের অনুমতি হিসাবে।

22-Mar-2018 12:55 pm

Published
22-Mar-2018