Post# 1521598093

21-Mar-2018 8:08 am



৮১ এর নির্বাচনে হাফেজি হুজুর বটগাছ মার্কা নিয়ে দাড়িয়েছিলেন। কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন জানি না। আমি ছিলাম বিএনপি। ৬০% ভোট পেয়েছিলো।

তখন প্রচারিত ছিলো : হাফেজি হুজুর আগে রাজনীতি করা হারাম ঘোষনা দিয়েছিলেন। এর পর প্রকাশ্যে তৌবা করে বলেছিলেন আমি আগে বলেছিলাম রাজনিতি করা হারাম এখন বলছি না বরং ....। কতটুকু সত্য জানি না। ৮১ সালে ছিলাম ক্লাস ৬ এ। এত পলিটিক্স বুঝার বয়স ছিলো না।


এই পোষ্টারটা এখন ফেসবুকে প্রচারিত হচ্ছে অন্য কারনে। তবে এ থেকে আমি জানলাম মুফতি আমিনিও বটগাছ মার্কা নিয়ে নির্বাচন করতেন।

বটগাছ মার্কা এর সাঙ্গের রাজনৈতিক দল এর পর ভাঙ্গতে থাকে আর ভাঙ্গতে থাকে। শেষে কতটুকু বাকি থাকে সেই খবর রাখতাম না।


আমি গনতন্ত্রকে কুফর মনে না করলেও, নির্বাচনে দাড়ানো, ভোট চাওয়া, নেতৃত্ব চাওয়া এগুলোকে খারাপ মনে করি। ভালো নিয়তে করলেও খারাপ। কওমি উলামাদের একটা বড় অংশও তখন এগুলোকে খারাপ মনে করতো।

এখন কার কি মত জানি না।

এটা ইখতিলাফ, যার ঐ পক্ষে আমি। কাউকে খারাপ বলছি না।

    Comments:
  • ^ যারা কুফর বলে তারা গনতন্ত্র বলতে যা বুঝে। আর আমি গনতন্ত্র বলতে যা বুঝি দুটো ভিন্ন। তাই।
  • [ Request : গনতন্ত্র কুফর পন্থিদের শত শত না হলেও অন্ততঃ ৩০-৪০ টা পিডিএফ আরটিক্যল পড়েছি। নতুন করে এখানে কোনো লিংক দেবার দরকার নেই। যেটা এই আলোচনা উঠলেই প্রচারপন্থিরা করেন। ]
  • ^ indeed.
  • আমি গনতন্ত্র বলতে বুঝি : "অধিকাংশ জনগন যাকে চায় তাকে নিজেদের নেতা বানাবে।"
    যারা কুফরি বলে তারা বুঝে : "আল্লাহ নয় বরং জনগনই সকল ক্ষমতার উৎস এই বিশ্বাসের নাম গনতন্ত্র।"
  • ^ কোনটি? তারা যা বুঝে সেটা নাকি আমি যেটা বুঝি সেটা?
  • [ Request : এখন আরেকবার জিজ্ঞাসা করবেন না, "আপনি কি বুঝেন?"। উপরে লিখে দিয়েছি। ]
  • ^ এটা আপনার বুঝ। আপনি জানেন আপনি কি বিশ্বাস করেন আর সেটা ঠিক কিনা।
  • দ্বীন সুস্পষ্ট। তাই আমি যা বুঝি সেটাই আমি অনুসরন করবো। যদি অস্পষ্ট হতো তবে জিজ্ঞাসা করতাম "এটা বুঝিয়ে দেন তো!"
  • ^ ঠিক আছে। সাধারন মানুষ গনতন্ত্র বলতে কি বিশ্বাস করে সেটা দিয়ে বিচার হবে সাধারন মানুষের বিশ্বাস কুফর নাকি কুফর না। পলিটিক্যল সাইন্সে যেহেতু দেশের আম জনতা উচ্চতর ডিগ্রি নেয় নি।
    Ashraful Alam
  • আমি যদি শুধু "নেতা নির্বাচন করা" বুঝাতে চাই তবে এর নাম কি দেবো? গনতন্ত্র? নাকি ভিন্ন কিছু?
  • তাহলে আপনি বলছেন "অধিকাংশ জনগন যদি ভোট দিয়ে নিজেদের নেতা নির্বাচন করে তবে তারা কুফরি করলো। কারন এটার নাম গনতন্ত্র। এর দলিল হলো জন এফ কেনেডির দেয়া সংগা মতে গনতন্ত্র বলতে যা বুঝায় সেটা কুফর।" -- ঠিক?
  • ^ উপরের উক্তির সমস্যাগুলো ধরতে পারছেন?
  • ^ কে সিদ্ধান্ত নেবে কোন দলের ইসলামিকরন ঠিক এবং কোরআন হাদিস মতো হচ্ছে আর কোন দলের ইসলামিকরন ঠিক না ভুল এবং কোরআন হাদিস মতো হচ্ছে না?

    অধিকাংশ মানুষ নাকি অধিকাংশ উলামা?

  • "বাধ্য" বলতে কি বুঝাচ্ছেন সেটা বুঝতে হবে।
    ১। আমি বাধ্য, কিন্তু এটা আমার রেসপন্সিবিলিটি।
    ২। আমি বাধ্য, এবং না করলে আমাকে দ্বিতীয় কেউ জোর করে করাবে।

    কোনটা?

  • ^ এই কারনে "জনগন যদি তাদের নেতা নির্বাচন করে তাদের ইচ্ছা মত" তবে সেটা কুফরি হবে বলছেন?
  • পয়েন্টটা ধরেছি। কিন্তু তর্ক বাড়াতে চাচ্ছি না বলে ফিনিশিং কোশচেন টেনেছি। যদি পরের ধাপে যাই তবে প্রশ্ন করবো নিচেরটা :

    বাধ্যতামূলক করলে সেটা গনতন্ত্র বিরোধি হবে না। বা "এটা আর গনতন্ত্র না" এরকম হবে না। এর পরও গনতন্ত্র থাকবে। দেশে চেতনা বিরোধি কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বা নির্বাচনে দাড়ানো সম্পুর্ন নিষিদ্ধ। নির্বাচন কমিশন করতে দেবে না। এবং নির্বাচনের আগে এর উপর ভাইভা পরিক্ষাও নেয়। এরপরও এটাকে আমরা গনতন্ত্র বলছি যেহেতু।

  • ^ যদি বুঝতে না পারেন তবে উপরে চেতনার জায়গায় "ইসলাম" বসান। বুঝবেন। তখন আর আপনার পয়েন্টটা ভেলিড থাকে না।

    এই রকম চেতনার জায়গায় ইসলাম বসানো আছে পাকিস্তানে। সেটাকেও আমরা গনতন্ত্র বলি। এর পরও বিরোধিরা পাকিস্তানের গনতন্ত্রকেও কুফরি বলে।

    তাই যদি বলেন "আমরা এই কারনে কুফরি বলি" এটা ঠিক মিলে না।

21-Mar-2018 8:08 am

Published
21-Mar-2018