কুরআন পাক পড়ার উদ্দেশ্য হয় দুইটি (১) তেলাওয়াত করা (২) ও মুখস্ত করা। কুরআন পাক পড়ার উদ্দেশ্য যদি শুধু তেলাওয়াত করা হয় তাহলে হাদীসে বর্ণিত নিয়মের পাবন্দী করে পড়া জরুরী অন্যথায় তা হবে বেদআত। পক্ষান্তরে কুরআন পাক পড়ার উদ্দেশ্য যদি মুখস্ত করা ও অন্তরে গেঁথে নেওয়া হয়। তাহলে সে নিয়মের পাবন্দী করা জরুরী নয়। যেমন কেউ এক একটা শব্দ বার-বার পড়ে মুখস্ত করে। আবার কেউ এক একটা 'বাক্য' বার-বার পড়ে মুখস্ত করে। আবার অনেকে এক একটা 'আয়াত' বার-বার পড়ে মুখস্ত করে। এভাবে কুরআন মুখস্ত করা বেদআত নয়। এক্ষেত্রে এটা দেখার প্রয়োজন নেই, সাহাবা কেরাম (রা.) বা পূর্ববর্তী বুযুর্গগণ কিভাবে কুরআন পাক মুখস্ত করতেন।
- আশরাফ আলী থানভীর "বাওয়াদেরুন নাওয়াদের"
(শুধু রেলিভেন্ট অংশ কোট করা হলো)
- Comments:
- ^ এর পেছনে অনেক কিছু লাগানো যায়। এটা একটা যুক্তির ফ্রেমওয়ার্ক।