পার্লারে কাটা চুল নিয়ে আগে লিখেছিলাম। আজকে আরো ডিটেলস খবর।
বছরে ১ কোটি ডলারের রপ্তানি।
চুলের কেজি ৪ থেকে ৫ হাজার টাকা।
পার্লার থেকে সংগ্রহ করে।
এই দেশেও বিশাল বাজার।
ছেলেরা ইন্টারভিউ দেবার সময়, পাত্রি দেখার সময়, বা টিভিতে নিউজ পড়ার সময় উইগ পড়ে।
উইগ তৈরির সেন্টার হলো খিলগাওয়ে।
ছেলেরা পড়লেও প্রায় সব চুল আসে মেয়েদের মাথা থেকে।
মহিলারা পার্লারে গেলে বিউটিশিয়ান মরিয়া চেষ্টা চালাবে আপনাকে চুল কাটাতে উদ্ভুত করার জন্য।
কমন কথা হলো:
"আপনার চুল ফেটে গিয়েছে"
"কেটে দিলে সুন্দর হয়ে গজাবে"
"এই চুল রেখে কি করবেন"
"এতটুকু কেটে দিলে সুন্দর দেখাবে"
এবং অনেক ক্ষেত্রে আপনাকে না বলেই ঘ্যচ করে কেটে দেবে।
এক গোছা চুলের ওজন যদি ১৫০ গ্রাম হয় তবে সে পাবে ৬০০/= থেকে ৭০০/= টাকা।
চুল কাটার জন্য হয়তো এত টাকা আপনি তাকে দেবেনও না।
আপনার চুল বিক্রি করে তার লাভ বেশি।
সাধু সাবধান।