Post# 1521478785

19-Mar-2018 10:59 pm



প্রথম কথা হলো এক ওয়াজিরকে নিয়ে যদি সবাই টানা টানি করে তবে তার রেট বাড়বে। "এত টাকা চায় কেন?" এই অভিযোগ না করে "এত টাকা যে চায় তাকেই ওয়াজের জন্য আনতে হবে কেন?" সেটা চিন্তা করুন।


দ্বিতীয়তঃ মানুষ যার প্রতি আকৃষ্ট হয় তার ওয়াজ শুনতে আসবে। নির্দিষ্ট কারো ওয়াজ শুনা তার জন্য বাধ্যতামূলক না যেহেতু। দূরের গ্রামে যদি কোনো জনপ্রীয় ওয়ায়েজ হেলিকপ্টারে চড়ে আসে তবে সবাই অনেক দূরে হলেও ঐ গ্রামে যাবে।

নিজের গ্রামের উদ্বোক্তারা যদি হেলিকপ্টার না আনে এবং জনপ্রীয় কাউকে না আনে। কিন্তু পাশের গ্রামের লোকেরা যদি আনে, তবে সবাই পাশের গ্রামের ওয়াজ শুনতেই ছুটবে। এই গ্রামের ওয়াজে বেশি লোক হবে না।

এখানে উদ্বোক্তাদের বেশি কোনো কন্ট্রোল নেই।

https://www.facebook.com/ShabibTashfy1/posts/547922995581532

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • ^ জানা নেই। ক্লিপটা ইউটুবে আগে ছিলো। আমি ইংরেজি অর্থ সাবটাইটেল থেকে লাগিয়েছি।

19-Mar-2018 10:59 pm

Published
19-Mar-2018