সালমানের গতকালের CBS 60 Minutes ইন্টারভিউ ফাটাফাটি। উনি এখন আমেরিকায় আছেন। সামনে সৌদিতে কি আসতে যাচ্ছে তার দর্পন।
ইন্টারভিউ
https://www.cbsnews.com/news/saudi-crown-prince-talks-to-60-minutes/
সামারি নিউজ
https://www.nytimes.com/2018/03/18/world/middleeast/mohammed-bin-salman-saudi-arabia-60-minutes.html
উনি আবারো ১৯৭৯ সালে আগের সৌদিতে ফরে যেতে চান। মেয়েদের হিজাব নিকাব অপশনাল। যেটা তারা শালিন মনে করে সেটাই পড়বে। ৭৯ এর আগে যেরকম ছিলো। এবং "ছেলে মেয়ে এবসুলেটলি সমান" ফেমিনিষ্টস take note.
ব্যক্তিগত ভাবে আমি এন্টি-সালমান না বা উনাকে অত খারাপ মনে করি না যত অন্যরা বলে। দোষ গুন যেহেতু সবার আছে। প্লাস বাদশাহ হিসাবে উনি সবার সম্মান প্রাপ্য। ভালো-মন্দ হলেও।
- Comments:
- আপনার আরবী শিখার কতটুকু হলো? আরবী কিতাবাদি পড়ে বুঝার জন্য কত বছর ধরে শিখতে হবে বলে মনে করেন?
- ইবারত ঠিক মত পড়তে পারি না। কিন্তু বুঝতে পারি। ছরফ নাহু কাকে বলে জানি না। কিন্তু কেন জের হয়েছে কেন জবর হয়েছে এগুলো বলতে পারি।
আমার কোনো আশা আছ?