Post# 1521366414

18-Mar-2018 3:46 pm


নফল ইবাদতের লাইনের বিপদগুলো

১৩
মনে করেন মসজিদে বসে আছেন। কেউ এসে ডাক দিলো "তাড়াতাড়ি আসেন মাহমুদউল্লাহ ভাই বিপদে আছে।"

এখন আপনি মসজিদে বসে থাকতে পারেন। মাহমুদউল্লাহ ভাইয়ের বিপদ কেয়ার না করে। কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। যে আমি মুসলিম ভাইকে সাহায্য না করে শুধু নামাজ রোজা করছি। এই নামাজ রোজা আমার আখিরাতে কোনো কাজে দিবে না।

১৪
বা আপনি বলতে পারেন "ঠিক আছে চলো"। বলে সংগে গেলেন। মাহমুদউল্লাহ ভাই যে সাহায্য চাচ্ছিলো সেটা করে দিলেন। পরে জানলেন যে মাহমুদউল্লাহ ভাই এই ঘটনার ক্ষেত্রে জালেম ছিলো। এবং সে আপনার কাছ থেকে সাহায্য চেয়ে যে কাজ নিয়েছে সেটা ছিলো অন্য কোনো মুসলিমের উপর জুলুম।

আপনি এখন আফসোস করবেন। আমার অজিফাও হলো না। মুসলিমের সাহায্যও হলো না।

এই রকম ক্ষেত্রে করনীয় কি?
বেরুবেন না? কিভাবে বুঝবেন তার বিপদ সত্যি নাকি মিথ্যা?
বেরুবেন? পরে সেটা আফসোসের কারন হবে না তো?

১৫
মাহমুদুল্লাহ ভাই একটা ব্যক্তি দিয়ে উদাহরন দিলাম। আপনাকে অধিকাংশ ক্ষেত্রে ডাকবে কোনো দল, ব্যক্তি না। কিন্তু সমস্যা একই।

Point to ponder হিসাবে দিলাম। সমাধান নেই। এগুলো আল্লাহর তরফ থেকে পরিক্ষা।

#HabibTasauf

    Comments:
  • ^ অনেক কিছু জানলাম আপনার এই এক লাইনের কথা থেকে।

18-Mar-2018 3:46 pm

Published
18-Mar-2018