Post# 1521304226

17-Mar-2018 10:30 pm


শায়েখ-পীর

১০
আল্লাহর গোলাম রাতে আল্লাহর ইবাদত করে। এখলাসের সাথে - শুধু সে আর আল্লাহ! দিনের পর দিন, বছরের পর বছর।

এখন,
চাকরি করতে করতে কর্মচারির ভালোবাসা চলে আসে বসের প্রতি। যদি বস ভালো হন।
খেদমত করতে করতে খাদেমের কখন মালিকের প্রতি মহব্বত চলে আসে জানে না।
আল্লাহর ইবাদত করছে আবেদ দিনের পর দিন। শুধু সে আর আল্লাহ।
কখন তার মালিকের প্রতি প্রচন্ড মহব্বত চলে আসে সেও জানে না।

সে চিন্তা করে : কারো সাথে সে কথা বলতে পারবে? আর কেউ আছে এরকম?

১১
আগে,
বহু বছর ধরে যারা আল্লাহর ইবাদত করছে তাদের কাছে নবিনরা ভিড় করে। সৎ লোকের সংগ পেলে নিজের মাঝে সততা আসে। তাকে দেখলেও আল্লাহর কথা স্বরন হয়।

পীর মুরিদিতে প্রথম যুগে বায়াত ছিলো এটা আমি পাই নি। ছিলো শুধু সংগ। যেটাতে লম্বা বয়ান ছিলো না। ছিলো অল্প কথা। সাক্ষাৎ, দেখা, বসা, সংগ, আর অনুভুতি।

বায়াত দেয়া হতো শাসককে।

১২
কিন্তু সংগ দরকার আছে। নয়তো অনেক দিন পর নিঃসংগ লাগবে।

সেই আবদেদের যুগ এখন শেষ হয়ে গিয়েছে।
তাদের হয়তো পাবেন না। একা চলতে হবে লম্বা পথ।

#HabibTasauf

    Comments:
  • ^ তাসাউফ কথাটার অর্থ অন্তর পরিষ্কার করা। সেটা বুঝিয়েছি শেষ লাইনে।

17-Mar-2018 10:30 pm

Published
17-Mar-2018