৫ বল বাকি। ১২ রান দরকার।
এই বলে বাংলাদেশের ৭ম বেটস মেন আউট।
কিন্তু এর আগের দুটো বল বাউন্স করেছিলো। এবং এক ওভারে দ্বিতীয় বল বাউন্স করলে নো-বল দিতে হয়। এক এম্পেয়ারও হাত দেখিয়েছে নো-বল। কিন্তু হেড এম্পেয়ার মানতে রাজি না।
নো বল দিলে ১ রান + ১ বল বেশি। শ্রিলংকার আম্পায়ার নিজ দেশের এত বড় ক্ষতি করতে রাজি না।
বাংলাদেশের খেলোয়াররা প্রতিবাদ করে। সাকিব খান [*উল হাসান] সবাইকে ডেকে ভেতরে নিয়ে যায়। ম্যচ বয়কট করবে। আগের ম্যচেগুলোতেও বাংলাদেশের বিরুদ্ধে অনেক কল করেছে শ্রিলংকার রেফারিরা।
শেষে মাহমুদুল্লাহ বলে খেলবো। কিছুক্ষন পর আবার আসে মাঠে।
৪ বলে দরকার ১২ রান।
মাহমুদু্ল্লাহ একটা চার মারে।
এর পর দুই রান।
এখন ২ বলে ৬ রান দরকার।
এই বলে ছক্কা। জয়।
শ্রিলংকার স্টেডিয়াম থম! মেয়েরা কান্নায়।
খেলা দেখি নি। এবং চায়ের সাথে না হলে ক্রিকেট খেলা দেখিও না।
এগুলো নিউজ + ইউটুব দেখে বললাম।
এনি ওয়ে, কালকে ফাইনাল ইন্ডিয়ার সাথে।
আমি ইন্ডিয়ার পক্ষে থাকবো এজ ইউজুয়াল।
তোমরা পাকিস্তানি রাজাকাররা সাবধানে থাকবে। এক মন্ত্রির হুমকি আছে ফেসবুকে "বন্ধু দেশ" ইন্ডিয়ার বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Reminder কিছু "মওকা মওকা" ক্লিপ পোষ্ট করতে হবে এখন।
- Comments:
- ^ হইয়া যান।
উপস! নিজেকে বললাম নাকি?