Post# 1521191195

16-Mar-2018 3:06 pm


News : "মেয়েটির মা জানান, মারধরের পর সেটি বলেনি মেয়েটি। রাতে জ্বর আসলে কাপড় বদলাতে গেলে মারধরের চিহ্ন দেখেন তিনি। তারপর তিনি ডাক্তারের কাছে যান।"


এটা কমন। আপনার শিক্ষক আপনার মেয়ের উপর শারিরিক অত্যাচার করছে কি না সেটা সে বাসায় এসে বলবে না। এই খবর রাখার দায়িত্ব ছিলো আপনার।

নিজের মেয়েকে "সু-শিক্ষা" দেবার জন্য এত উতলা হয়ে গেলেন যে বাকি সব কিছু আপনার কাছে গৌন হয়ে গেলো -- এটা আপনার নিজের কু-শিক্ষার ফল।


কেন বলবে না? কারন তাকে বুঝানো হয়েছে এটা তার দোষের কারনে। ভিকটম ব্লেইমিং। আপনাকেও আপনার মেয়ে বিশ্বাস করে না। তার ধারনা বললে আপনিও তাকে দ্বিতীয়বার পিটাবেন। এবং এই জিনিসটাকে পুজি করে কিছু শিক্ষক শুধু পিটায় না, আরো অনেক কিছু করে। জানে বাসায় গিয়ে মেয়ে আপনাকে বলতে পারবে না। পরিমল দ্রষ্টব্য। সব নিউজে আসে না।

নিজের মেয়ের শিক্ষার ব্যপারে তাই সাবধান।

#MadrasaPitani

    Comments:
  • http://www.news1971.com/?p=110310
  • ^ এই রকম ভালো ভালো জিনিস লিখার পর এক গাদা লোক জমে গিয়েছিলো। এরপর যখন তারা দেখে আমি তাদের দলের পক্ষে না তখন ঠিক এরাই আমার মুখোশ উন্মোচনের জন্য উঠে পড়ে লাগে।

    Seen it. Not interested anymore. মু'মিন কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না।

  • মানে অবস্থান পরিষ্কার রাখতে হবে "আমি আপনার দলে না"।
    এটা বার বার করে স্পষ্ট করে বলে দিয়ে। কোনো লুকোচুরি না খেলে।

16-Mar-2018 3:06 pm

Published
16-Mar-2018