"আপনি আপনার মনোভাব টা প্রকাশ করে দেন তাই আপনার এতো প্রতিপক্ষ"
ফেসবুকে আর কেউ তার মনোভাব প্রকাশ করে না? আমি তো দেখছি প্রত্যেকে নিজ নিজ মনোভাব প্রকাশ করছে। তবে আমার এত প্রতিপক্ষ কেন? [ এখানে why me? ইমো বসবে ]
"আপনি "তাদের" খুশি করার মত এখন পর্যন্ত কোন পোষ্ট দেননি"
তাদেরকে খুশি করার জন্য যখন পোষ্ট দিতাম তখকার "মসুল বিজয়ে আল্লাহর হাত কি আমি একা দেখছি?" পোষ্ট এখনো লিজেন্ড আকারে ফেসবুকে ঘুরে। দেই নি বললে ভুল বলা হবে।
"কিন্তু 'এরা' আর 'তারা' তো ভিন্ন দল।"
বুঝলাম। কতগুলো দল আছে? এক দলের "দাবিক" আর ভিন্ন দলের "কথোপকথন" পড়ে দেখেন। আমার কাছে দুই দলেরই আকিদা এক, নেতা ভিন্ন।