Post# 1521078712

15-Mar-2018 7:51 am


"আবেদ"


যে কিনা খানকায় বসে সারা দিন ইবাদত করে। নামাজ পড়ে, তিলোয়াত করে, জিকির করে, ফিকির করে, রোজা রাখে।

এখন এটা একটা লষ্ট আর্ট। দেখা যায় না। আবেদ হবার পক্ষে কেউ নেই। কারন "এই উম্মাহকে আবেদ হবার জন্য আল্লাহ তায়ালা পাঠান নি।" কাজটাকে নিন্দনীয়, পরিত্যজ্য হিসাবে গন্য করা হয়।


ছোটকালেও মসজিদে এই ধারার শেষ দু একজনকে দেখতাম। নামাজ পড়তে পড়তে যাদের কপাল কড়া পড়ে গিয়েছে। চোখ বড় করে খেয়াল রাখতো ওয়াক্ত হয়েছে কিনা।

তারা আর এখন নেই। মানুষ দল-মত-তর্ক নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। পলিটিক্যল সিফট আরম্ভ হয়। "মসজিদে বসে সারা দিন আল্লাহ আল্লাহ করলে কি হবে?" কমন উক্তি।


সমস্যাটা তখন থেকেই দেখতাম। মনে করেন স্কুলের কোনো ছেলে মসজিদে বসে আছে। মানুষ তাকে দেখলে ধারনা করতো :
"তার কি মন খারাপ?"
"গল্প করার জন্য বসেছে?"
"হটাৎ করে নামাজ আরম্ভ করে এখন পথহারা হয়ে গিয়েছে? আমার দলের কথা বলে তাকে দলে ভেড়াবো?"

মানুষ বুঝতো না যে শুধু মসজিদে বসে থাকা যায়। সোয়াবের উদ্যেশ্যে। ইবাদতের উদ্যেশ্যে। আল্লাহ তায়ালার সানিধ্যে উদ্দেশ্যে। এর সাথে গল্প জুড়ানোর কোনো উদ্যেশ্য নেই।

এই সমস্যাটা এখনো আছে। কারন এটা এখন লষ্ট আর্ট। কেউ করে না।

    Comments:
  • ^ হয়তো আগে থেকেই কিছু চিন্তা ছিলো। এখন আরো শিফট করছেন। উনি নাস্তিকদের পক্ষে থাকতেন সবসময়। কিন্তু কথায় নাস্তিক্য প্রকাশ করেন নি কখনো।

    আমরা উনাকে নিয়ে হাসা হাসি করতাম। But who knows, হাসা হাসি বেশি করে ফেলেছিলাম বলে হয়তো আল্লাহ তায়ালা ভিকটিমের উপর করুনা করছেন। Think about অনন্ত জলিল।

15-Mar-2018 7:51 am

Published
15-Mar-2018