এই উক্তিটা ইদানিং চোখে পড়ছে:
এই উম্মাহর শেষ যুগের অবস্হার সংশোধন কিছুতেই হবে না ঐ পথ ছাড়া, যে পথে তার প্রথম যুগের সংশোধন হয়েছে| ইমাম মালেক রাঃ
এতে কারো দ্বিমত নেই। শুধু প্রথম যুগ না। বরং সবাই রাসুলুল্লাহ ﷺ এর সুন্নাহর উপর থাকার চেষ্টা করছে। এটাকে সূচনার যুগ বলা যায়।
তাই প্রশ্ন হলো উক্তিটা যারা কোট করছেন তারা এক্সাক্টলি আমাদেরকে কি কি জিনিস করতে বলছেন সেটা খোলাসা করে বলতে হবে।