ফেসবুকে যাদের ফলো করি তাদের ৯০% এখন তর্কা তর্কিতে ব্যস্ত।
এখন চলছে,
চরমোনাই-জমিয়ত : জমিয়ত কওমি মাদ্রাসার ওলামাদের রাজনৈতিক সংগঠন। উনাদের সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই যদিও
চরমোনাই-আহলে হাদিস : পুরানো যুদ্ধ।
জিহাদিষ্ট-কওমি উলামা : যদিও এতদিন জিহাদিষ্টদের দাবি ছিলো কওমি উলামারা সবাই তাদের পক্ষে।
আর তবলিগের তিন পক্ষ : মুশফিক স্যারের পক্ষকে ধরে।
জিহাদিষ্ট-মডারেট : মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই মডারেট যুদ্ধে ক্যটালিষ্ট আমি নিজে ছিলাম কিনা। Note to self, don't overestimate yourself.
এর থেকে বরং প্রচলিত রাজনীতির ফ্রন্ট বেশ ঠান্ডা। পরিনিত। এক তরফা বিএনপি। বিরোধিদের সাথে নাস্তিকতার ট্যগ লেগে যাবার পর এখন তাদের আর নেটে দেখা যায় না। আমাদের লতিফ সিদ্দিকিও নাকি নিয়মিত নামাজ ধরেছেন।