পথ : তাকওয়া।
১
কোনো কাহিনী : "একজন পর-পুরুষ পীরের বৌয়ের ধুয়ে শুকাতে দেয়া শাড়ি দেখে ফেলেছে বলে পীর শাড়ি আগুনে পুড়িয়ে ফেলেন।"
এটা উনার তাকওয়া। শিক্ষামূলক গল্প হিসাবে দেখি। যদি সত্যি হয়ও তবুও আপত্তির কিছু দেখি না।
২
কেউ বললো : "বৌয়ের শাড়ি অন্য কেউ দেখে ফেললে পুড়িয়ে ফেলতে হয়। অমুক পীর এরকম করতেন। এটাই নিয়ম।"
এখানে সে একে মাসলা বানিয়ে ফেলেছে। আরো শক্ত পজিশনে সে গেলে এটা একসময় বিদআহ হয়ে যাবে।
৩
কেউ বলছেন : "... পীর সাহেব বৌয়ের শাড়ি দেখে ফেলেছে বলে শাড়ি পুড়িয়ে ফেলেছেন .... এটাকি কোনো দলিলে আছে? এই সব পথভ্রষ্ট লোকেরা আজকে ইসলামকে কোথায় ..."
এটা বিরোধিতার জন্য বিরোধিতা। শিক্ষামূলক কাহিনী এরকম অনেক আছে। সমাজে যদি এই কাজগুলো প্রচলিত না হয়, তবে বিরোধিতায় কোনো উপকার দেখি না।