তাসাউফের লাইনে অনেক কিছু পোষ্ট করতে ইচ্ছে করে, কিন্তু এর পরই চিন্তে করি সমস্যাগুলো।
১। এমন অনেক ফলোয়ার জুটে যাবে যাদের সাথে আমার এগ্রিমেন্টের থেকে ডিসএগ্রিমেন্ট বেশি।
২। এরা যখন পরে আবিষ্কার করবে আমি তাদের দলে না, তখন তারা আমার এত বড় শত্রু হয়ে যাবে যেটা বন্ধু না হলে হতো না।
৩। প্রতিটা কথার কিছু মার্জিন-লিমিট-সিমা-শর্ত আছে। এর সবকিছু প্রতিটা পোষ্টে ব্যখ্যা করতে গেলে, বইয়ের মত লম্বা হয়ে যায়। তাই করি না।
কিন্তু না দিলে কেউ না কেউ এগুলো নিয়ে তর্ক জুড়াবে,
"ঐ ক্ষেত্রে তাহলে আপনি কি বলবেন?..."
আমি কিছু জবাব দিলে,
"তাহলে আপনি যে বললেন সেই। আপনার কথা তাহলে ঠিক না ...."
৪। ৪০% পসিবিলিটি আছে আমি যদি এই লাইনে পোষ্ট দিতে থাকি তবে এটা একটা মুভমেন্টের মত হয়ে যাবে, আমি চাই বা না চাই। এর পর ইন্টারেস্টেডরা যেই পথ পরিভ্রমন করবে সেটা কি অভারঅল ভালো হবে নাকি মন্দ?
৫। এই লাইনের মন্দগুলোরও রেসপন্সিবিলিটি নিতে হবে। "আপনি না এই লাইনে ছিলেন?" আমি মন্দটার সাথে থাকি বা না থাকি।
৬। এর পর ফলোয়ারদের ৫০% সালাফি ঘরানার। এর সাথে তাসাউফ মিল খায় না। সাপে-নেউলে সম্পর্ক। চলবে তাদের পক্ষ থেকে মুখোশ উন্মোচনের পালা আর আমার পক্ষ থেকে ব্লক। দিনের শেষে কি বাকি থাকবে সেটা প্রশ্ন।
৭। আর তাসাউফের বিষয়গুলো করতে হয় গোপনে। আমার মত শো-অফ মার্কা পাবলিক এই লাইনে কতটুকু কি করতে পারবে সেটাও প্রশ্ন।
Wondering.