Post# 1520768251

11-Mar-2018 5:37 pm



চরমোনাইয়ের মাহফিলে এখন যেরকম মানুষের ফ্লো দেখা যায়, একসময় এরকম দেখা যেতো আটরশিতে। উনাদের ওরশে। মোড়ে মোড়ে গরুর ক্যম্প। হাজার হাজার গরু। সেগুলো ট্রাকে নিয়ে যাওয়া। লাখে লাখে বাস। এলাহি কারবার।

ক্যটালিষ্ট ছিলো তখন প্রসিডেন্ট এরশাদ। কাকু নিজে উনার ভক্ত ছিলেন নাকি জনপ্রীয়তার জন্য যেতেন সেটা জানি না যদিও।

কাকুর পতনের পর এখন আর সেটা নেই। চরমোনাই কতদিন থাকবে সেটাও জানি না।

তবে আমাদের মত বয়স্কদের এটা একটা সমস্যা। এ বয়সের মানুষদের এত বেশি দেখে-দেখি হয়ে গিয়েছে যে কোনো কিছুই আর তাদের উত্তেজিত করে না। নতুন লাগে না। কিছুই আর এক্সেপশন না। এরকম দুই চারটা পরিনতি দেখা হয়ে গিয়েছে।


মুসলিমদের মাঝে বিজয়ি দল ইন্টিলেকচুয়াল ভারি দলগুলোর মাঝ থেকে হবে না। এটা আমি বিশ্বাস করি। সবচেয়ে ইন্টিলেকচুয়াল হালকা দল কোনটা? ছোট বেলায় দেখেছিলাম তবলিগ জামাত। তখন চরমোনাই ছিলো না। মানে এত পরিচিত ছিলো না।

ইজতমায় ৬০% এর বেশি ছিলো চল্লিশ উর্ধ বয়সি। সহজ সরল মানুষ। এলাকার যে কোনো পন্ডিত ব্যক্তি তাদের যে কাউকে ১০ মিনিটে এলমে পরাজিত করে ফেলতে পারবে। কিন্তু রুহানিয়াত ছিলো। রুহানিয়াত বলতে কি বুঝায় এটা যারা জানে।

এরকম ছিলো যতক্ষন না ছাত্ররা এতে দলে দলে জয়েন করা আরম্ভ করে। বুয়েট, ভার্সিটি, ম্যডিক্যেলের ছাত্র। সব উচ্চ ক্লাসের। সবাই সম্মানিত।

৯০ এর দিকে ছাত্র ইজতেমা দিয়ে আরম্ভ হয় তবলিগের ফিতনার শুরু। এরপর আর উল্লেখ করলাম না।


এ যুগে, এখন সবচেয়ে লো ইন্টিলেক্ট গ্রুপ কোনটা?

11-Mar-2018 5:37 pm

Published
11-Mar-2018