Post# 1520642635

10-Mar-2018 6:43 am


"নিরাপদে" কি করে নিজের সন্তানকে দ্বিন শিখাবেন?

প্রথমতঃ নিজের সন্তানদের এই দেশের কোনো মাদ্রাসায় না দিয়ে বিদেশে চলে গিয়ে সেই দেশের মাদ্রাসায় দিন। এই দেশে পিটানিকে এতটাই গ্লোরিফাইড করা হয়েছে এবং মানুষ এটাকে এত সোয়াবের মনে করে যে এটা ছাড়া মাদ্রাসা অচল।

দ্বিতীয়তঃ তা না করতে পারলে, ঢাকার উত্তরার কোনো "বড়লোকদের" মাদ্রাসায় দিন। অনেক টাকা লাগবে। কিন্তু তারা পিটাবে না বলে ওয়াদা বদ্ধ।

তৃতীয়তঃ তা না করতে পারলে, আগে খবর নিয়ে নিন ঐ মাদ্রাসার ইতিহাসে পিটিয়ে আহত করা, মেরে ফেলার কেইস ইতিহাস আছে কিনা। এই ধরনের কেইস নেই এরকম ঐতিহ্যবাহি কোনো মাদ্রাসা এদেশে পাওয়া প্রায় অসম্ভব যদিও। পেলে সেখানে দিন।

চতুর্থত: সেটাও না করতে পারলে সন্তানকে দেবার সময় উস্তাদকে হুমকি দিয়ে আসবেন যে "এই ছেলেকে পিটালে ওস্তাদের কপালে খবর আছে"। হুমকিটা প্রতি মাসে গিয়ে রিনিউ করে আসতে হবে। প্রথমবার দিয়ে আসলেই হবে না। হুমকি দেবার সময় উস্তাদকে কোনো সম্মান দেখাবেন না। সলিড যেন হয়।

নিচে ৪ দিনের মাঝে ৬ষ্ঠ ঘটনা।

"৫ম ঘটনা কোথায়?"
সেটা শেয়ার করার মত না। অতি উৎসুক হলে "৯ বছরের এতিম মেয়ে মুফতি কদমতলী" দিয়ে সার্চ করে দেখতে পারেন। You have been warned.

#MadrasaPitani

http://www.protidinersangbad.com/todays-newspaper/news/112357/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8

10-Mar-2018 6:43 am

Published
10-Mar-2018