Post# 1520603412

9-Mar-2018 7:50 pm


প্রসংগ : উইমেন্স ডে।

[ একটু কড়া ডোজ। সেন্সেটিভরা স্কিপ করে যান ]


গতকাল গেলো উইমেন্স ডে। রিপোর্ট : ঘরে ঘরে মহিলারা নাকি এই দিবস উপলক্ষে আজকে কোনো কাজ করবে না বলে সকালেই ঘোষনা দিয়েছে। স্বামিদের সব কাজ করতে হবে।


উইমেন এমপাওয়ারমেন্টের উদ্দেশ্য ছিলো মেয়েদের চার দেয়ালে আবদ্ধ না রেখে কাজ করতে দেয়া। Well, সেই উদ্যেশ্য পরিপূর্ন হয়েছে। Mission successful!


উইমেন এমপাওয়ারমেন্টের উদ্যেশ্যে এই দেশে এক সময় বাড়ির মেয়েদের স্কুলে টিউশন ছিলো ফ্রি। পড়ালে প্রতি সপ্তাহে আরো দুই কেজি চাল ফ্রি দিতো বাপকে। শিক্ষার বিনিময় খাদ্য। আর নিজের ঘরের ছেলে পড়ালে উল্টো স্কুলে টাকা দিতে হয়। তাই ছেলেকে খাটাতো খেত খামারে।


এর পর প্রতি ঘরের মেয়েরা হয় উচ্চ শিক্ষিত। ছেলেরা গন্ড মূর্খ। কিন্তু এই শিক্ষিত মেয়েরা বিয়ে করবে কাকে? ছেলেরা যে সব গন্ড মূর্খ? অনেক বছর ধরে ঘুরে যে কোনো রকম শিক্ষিত একটা ছেলে পেতে। পায় না। শেষে বিয়ের বয়স পার করে মাষ্টার্স পাশ মেয়ে বিয়ে করে নিরক্ষর ছেলেদের। গত ২০-৩০ বছরে যতগুলো বিয়ে দেখেছি সবগুলোতে মেয়ে ছিলো ছেলের থেকে বেশি শিক্ষিত. Stomach it.


এর পর আসে চাকরিতে মেয়েদের বিশাল রিজার্ভড কোটা। বাড়ির বৌকে পাঠান চাকরিতে। তার দুই দিন লাগবে একটা চাকরি খুজে পেতে। কোন ছেলে যাক। দুই বছরেও কোনো চাকরি পাবে না।

সমান এক্সপেরিয়েন্স-এডুকেশন নিয়ে একটা মেয়ে আর ছেলে কর্পোরেট চাকরিতে ঢুকুক। মেয়ের বেতন হবে ছেলের থেকে ৪০% বেশি।

পরিনতি?

আমার পরিচিত পরিবারগুলোর ৬০% পরিবার এখন চলে বৌয়ের চাকরিতে। জামাই বাসায় বসে বসে খায়।


আগে হলে এই ধরনের ছেলেদের আমি অথর্ব বলতাম। আত্ম সম্মানহীন। তবে সেই ধারনাটা ছিলো আমার আগের।

এখন তাদের দেখলে আমি high five করি। "দারুন খেল দেখাইতেছেন ভাই সাহেব!" Thumbs Up.


চার দেয়ালে বন্ধি না থেকে মেয়েরা চাকরি করতে চেয়েছিলো।
পেয়েছে।

Look what you were asking for.

    Comments:
  • Engineer's approximation. Which is different from the accuracy that Mathematicians use.

9-Mar-2018 7:50 pm

Published
9-Mar-2018