আমাদের বিন সালমান ক্ষমতা পূনঃ গ্রহনের পরে প্রথম বিদেশ সফরে আছেন।
প্রথমেই যান মিশরে। আল-আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন। সেখানেই নামাজ-জামাতের দৃশ্য। ছবিতে MBS, সিসি। আর কালো কোট পড়া সিকিউরিটি পাবলিকদের পার হয়ে পেছনে ছোট সাদা টুপি পড়া যাকে দেখা যাচ্ছে উনি শায়েখ উল আজহার, মিশরের গ্রান্ড মুফতি।
জুতা পড়ে নামাজ পড়া যায় কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
তবে আমার মতে এগুলো নিয়ে প্রশ্ন তোলা অনুচিৎ। শাসক গোষ্ঠির সমালোচনায় আমরা যেন না পড়ি।
কিন্তু : কাধে কাধ, আর পায়ে পা মিলে...?
আগের উত্তর দ্রষ্টব্য।
- Comments:
- ^ right.
- ^ ছবিতে আসবে না, যদিও।