Post# 1520556625

9-Mar-2018 6:50 am



এখন চারদিকে এত বেশি wi-fi নেটওয়ার্ক বসে গিয়েছে যে শহরতলিতেও ২৫-৩০ টা active wifi network লিষ্ট করে বসে থাকে। একসময় যেটা শুধু গুলশান বনানি এলাকায় থাকতো।

এতে সমস্যা : স্পিড কমে যায়। লস বাড়ে। কানেকশন আনস্টেবেল হয়। যেহেতু সামান্য কিছু বেন্ডউইডথ নিয়ে সবাই কাড়া কাড়ি করছে।

এর সমাধান : 5GHz [ফাইভ গিগা হার্জ] নেটওয়ার্ক ব্যবহার করা। সাধারন ভাবে wifi 2.4GHz frequency band এ চলে। 5GHz এ ভিড় কম, বা নেই।

সে ক্ষেত্রে 5GHz router কিনতে হবে। এগুলোকে বলে dual band router. দাম নরমাল রাউটারের মতই প্রায়। আর লেপটপে 5GHz সাপোর্ট থাকতে হবে। না থাকলে ইউএসবি ওয়াইফাই-ডংগল দিয়ে কাজ করতে হবে।


লুকিং ব্যক,
৮০র দিকে আমাদের বুঝতে হতো Hi-Fi কি? High Fidelity.
এখন বুঝতে হয় Wi-Fi.

9-Mar-2018 6:50 am

Published
9-Mar-2018