Post# 1520524545

8-Mar-2018 9:55 pm



প্রথম প্রশ্ন ছিলো : যাদের সেকেন্ড লেংগুয়েজ এরাবিক, এবং নেটে সমস্ত আরবী খবর এমন ভাবে পড়তে পারে যেন বাংলা পড়ছে। তারা আরব বিশ্ব এবং ইসলামি বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে বেশি তথ্য পায়। নাকি যাদের সেকেন্ড লেংগুয়েজ ইংরেজি তারা?

এর উত্তরের ব্যপারে আমি এখনো নিশ্চিৎ না।


দ্বিতীয়ত, কথ্য আরবী শিখলে ভালো হবে যেটা দিয়ে আরব দেশে কথা বলে, নাকি ফুসহা-MSA modern standard arabic? MSA শিখলে এটা কতটুকু কাজে দিবে?

এর উত্তর জানি। MSA শিখতে হবে। কারন,

  • আরব বিশ্বে সবাই MSA বুঝে। বলতে না পরলেও।
  • টিভির নিউজ, অনুষ্ঠান, আলোচনা সব MSA তে হয়।
  • খবরের কাগজও MSA.
  • MSA শেখে এর পর কথ্যতে পরে যাওয়া যায়।


    তৃতীয়তঃ যারা আরবী দিয়েই আরবী শিখছে তাদের তুলনায়, যারা ইংরেজি দিয়ে আরবী শিখছে তারা কি খুব বেশি পিছিয়ে পড়ছে?

    এটার উত্তর জানি। "মিডিয়া আরবী কি করে শিখবেন?" এ দেয়া আছে। বরং ইংরেজি দিয়ে আরবী শিখলে বেশি সুবিধা পাবেন। কারন,

    - আরবীতে প্রচুর ইংরেজি শব্দ ঢুকে যাচ্ছে। যেগুলোর আরবী প্রতি শব্দ আছে যেমন shopping center, car service, telephone.

  • আধুনিক শব্দগুলো জন্য আরবী-আরবী ডিকশেনারি বেশি একটা কাজের না। বরং আরবী-ইংরেজি ডিকশেনারি কাজের।
  • ইংরেজি মাধ্যমে আরবি শেখার অনেক বেশি রিসোর্স নেটে, বইয়ে এবং সব জায়গায় আছে।

    8-Mar-2018 9:55 pm

  • Published
    8-Mar-2018