Post# 1520447019

8-Mar-2018 12:23 am


আবার ROFL. কারন কবিতা পড়ে ধারনা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বার্মা দাড়াতেই পাড়বে না। তাই এই দিক থেকে ইনশাল্লাহ কোনো ভয় নেই।

এর পর আজকের খবর:
সম্প্রতি বিশ্বের ১৩৩টি দেশের সামরিক শক্তির তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের তুলনায় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে পিছিয়ে রয়েছে।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০১৭ অনুযায়ী, বিশ্বে সামরিক শক্তিতে
মিয়ানমারের অবস্থান: ৩১তম।
বাংলাদেশের: ৫৭ তম।

সৈন্য সংখ্যা বাংলাদেশে নিয়মিত : এক লাখ ৬০ হাজার
মিয়ানমার : চার লাখ ছয় হাজার।

বাংলাদেশের সংরক্ষিত সৈন্য : ৬৫ হাজার
মিয়ানমার : এক লাখ ১০ হাজার।

প্রতিরক্ষা বাজেট বাংলাদেশের : ১৫৯ কোটি মার্কিন ডলার
মিয়ানমারের : ২৪০ কোটি ডলার।

এয়ারক্রাফট বাংলাদেশের : ১৬৬টি
মিয়ানমার : ২৪৯টি।

বাংলাদেশের যুদ্ধবিমান : ৪৫টি
মিয়ানমারের : ৫৬টি।

অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশের : ৪৫টি
মিয়ানমারের : ৭৭টি।

বাংলাদেশের হেলিকপ্টার : ৬১টি
মিয়ানমারের : ৮৬টি।

বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার : নেই
মিয়ানমারের : ৯টি।

বাংলাদেশের ট্যাংক : ৫৩৪টি।
মিয়ানমারের : ৫৯২টি।

সাঁজোয়া যান বাংলাদেশের : ৯৪২টি
মিয়ানমারের : ১৩৫৮টি।

আর্টিলারি বাংলাদেশের : ১৮টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান।
মিয়ানমারের : ১০৮টি স্বয়ংক্রিয় আর্টিলারি।

মিয়ানমারের ন্যাভাল অ্যাসেট : ১৫৫টি
বাংলাদেশের : ৮৯

সুত্র : বিবিসি বাংলা।

8-Mar-2018 12:23 am

Published
8-Mar-2018