১
নেটে কেউ যদি বলে "আমি সুন্নি" তবে আমি বুঝি সে বুঝাচ্ছে "সুন্নি জামাত", মানে বেরলভি-রিযভি বা যাকে আমরা বলি "মাজারি" আইডলজি অনুসরন করে।
এজন্য আমি সুন্নি হলেও বলি না "আমি সুন্নি"। এই উক্তির অর্থটা এখন ভিন্ন কিছু বুঝায়।
২
"আমি শুধু মুসলমান" কথাটা কোনো এক সময় আমিও বলতাম। যতক্ষন না এটা এক্সক্লুসিভলি সালাফি আইডলজির লোকেরা ব্যবহার করা আরম্ভ করে। তখন "আমি কোনো দলে না, শুধু মুসলিম" কথাটা দ্বারা ইমপ্লাই করা আরম্ভ করে, "আমি কোনো মাজহাব মানি না"। এর সাথে শুরু হয় নেটের কমেন্টে পন্নির হিজবুত তৌহিদ, শিয়া ও আহমদিদের "আমি শুধু মুসলিম" ফ্রেইজের ব্যবহার।
তাদের থেকে আমার ভিন্নতা দেখাতে আমি এক্সপ্লিসিটলি সুন্নি-হানাফি-দেওবন্দি ফ্রেইজ ব্যবহার আরম্ভ করি।
৩
ইন্টিলেকচুয়ালদের একটা সমস্যা কি জানেন?
আমি আগে জীবনে যতজন দেখেছি, যারা ধর্ম চিন্তা করেন এবং ইন্টিলেকচুয়াল, প্রত্যেকে নিজ নিজ মাজহাব-মানহাজ আবিষ্কার করে বসেছেন। এবং সবার এইরকম "নিজস্ব চিন্তার আলোকে" শিক্ষায় একটা উইয়ার্ড টুইস্ট আছে।
জেনারেল এক্সপ্রেশন "... এই সব মোল্লা মুনসিরা ইসলামকে বিকৃত করে ফেলেছে.... এই কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না ..."
এর সাথে প্রত্যেকের একটা weird twist :
"হাদিসকে আমরা কোরআনের উপরে স্থান দিয়েছি। অথচ কোরআনে বলা আছে...."
"কোথায় পেয়েছেন কোরআন অজু ছাড়া ধরা যাবে না?"
"আকিমুস সালাত বলতে দ্বিন প্রতিষ্ঠা বুঝায়। রাষ্ট্রে, জীবনে, লেন দেন..."
"ফিকাহর এই সব বস্তা বস্তা বই পড়ে ..."
৪
আমি এই পথ ভ্রষ্টতা থেকে বাচতে চেয়েছিলাম। তাই নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে নতুন কিছু বের করতাম না। accepted social norms এর বিপরিত জিনিস খুজতাম না।
এই দ্বিন আকাশে উড়ে আমাদের কাছে আসে নি। বরং এক্সাক্টলি এই সকল প্রশ্ন চিন্তা আমাদের আগেও প্রতি জেনারেশনের আলেমগন করে এসেছেন। এর মাঝে সঠিক শিক্ষা গুলো আল্লাহ তায়ালা সময়ের পরেও টিকিয়ে রেখেছেন। ভুল গুলো তাদের প্রচারকারীদের মৃত্যুর পর ধিরে ধিরে মুছে ফেলেছেন।
৫
Until now that is. "যেই ধারা দিয়ে দ্বিন আমাদের কাছে এসেছে সেই ধারার সবাই ভুল"। সঠিক দ্বিন পেতে আবার আমাদের মূলে ফিরে যেতে হবে। আবার নিজেদেরকে কোরআন হাদিস ঘেটে বের করতে হবে কোনটা ঠিক।
আমি জানি এই পথে যদি আমি চলি তবে ৩ নং বর্নিত ইন্টিলেকচুয়ালদের শেষ পরিনতিতে আমি গিয়ে ঠেকবো।
বিশ্বাসের মূল যখন দেখি আঘাত প্রাপ্ত হয়।
- Comments:
- FAQ : "একটু ভুল হয়েছে আপনার। প্রথম ৩ শ বছরের কথা বলা হয়েছে..."