Post# 1520319369

6-Mar-2018 12:56 pm


কওমি অঙ্গনে তিনটা মেঘ দেখতে পারছি। এর কিছু হয়তো মিটে যাবে কিছু যাবে না। শেষে কি থাকবে আল্লাহ জানেন।

১। সরকারি-করন। সার্টিফিকেট। সরকারি স্বিকৃতি। সরকারি সিলেবাস। রাজনৈতিক নেতাদের মাদ্রাসা, মাহফিল, মসজিদ নিয়ন্ত্রনে নেয়া। অথচ দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছিলো সরকারি প্রভাবের বাইরে থেকে ইলম চর্চার জন্য।

২। সালাফি-করন। যেখানে মাজহাবে - হানাফি। মানহাজে - সালাফি। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের বর্ননা। ফেসবুকে কওমি মাদ্রাসা ফারেগ নতুন আলেমদের বর্ননা। ঐখানে অবস্থান রত ছাত্রদের বর্ননা। এগুলোর নিদর্শন।

৩। এক্সট্রিমিজম। ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার বলে গিয়েছিলেন "... এই সব রাজশাহিতে পাবেন যেখানে প্রায় কোনো মাদ্রাসা নেই। কিন্তু চট্রগ্রাম বা দেশের ঐ দিকে পাবেন না যেখানে এক মাদ্রাসার ছাদ থেকে অন্য মাদ্রাসা দেখা যায়।" এই কথা এখন আর সত্য না। এই ধারায় লিড দিচ্ছে এখন আলেমরা। যারা সবাই কওমি ফারেগ। ৫ বছর আগেও যা ছিলো সালাফিদের একক আধিপত্যে।

ট্রেন্ডটা বর্ননা করলাম। এগুলো ভালো না মন্দ সেটা যার যার আকিদার ব্যপার। আর "আকিদার ব্যপারে তকলিদ নেই"। ঠিক?

    Comments:
  • ^ এটা নিয়ে আপনি পোষ্ট দিন। যেগুলো আপনি সমস্য মনে করেন।
  • মূল পোষ্টে এই বিষয়ে আমি কিছু বলি নি যদিও।

6-Mar-2018 12:56 pm

Published
6-Mar-2018