Post# 1520314902

6-Mar-2018 11:41 am


মাসলা মাসায়েল আমি শিখেছি "বেহেস্তি জেওর/গওহর" থেকে। নিজেকে হানাফি হিসাবে পরিচয় দেই। সে হিসাবে আমি দেওবন্দি।

কিন্তু দেওবন্দ মাদ্রাসার প্রতি আমার অন্ধ আনুগত্য নেই।

সামনে হয়তো এই পথে একটা বড় সড় পরিক্ষা আসছে।
এর পর কি থাকবে কি যাবে সেটা অনিশ্চিৎ।

তাই আগেই বলে দিচ্ছি "তাল গাছ আমার"।

    Comments:
  • ঐ সময়ে এটা ছাড়াও বাংলায় আরো অনেক মোটা মাসালা মাসায়েলের বই পাওয়া যেতো। যেগুলোর লিখক মনে রাখি নি। সেগুলোও পড়েছি। যেমন শহিদকে কি কি শর্তে গোসল ছাড়া দাফন করা যাবে এটাও মাসলার বইয়ে পড়েছি। এটা বেহেস্তি জেওর/গওহরে আছে কি নেই সেটা জানি না। সম্ভবতঃ নেই। তাহলে কোথায় পড়েছিলাম?

6-Mar-2018 11:41 am

Published
6-Mar-2018