বস্তুতঃ এখন চরমোনাই ছাড়া কোনো দল ফিতনা মুক্ত না।
চরমোনাইয়ে কি ফিতনা হয় নি? হয়েছিলো বর্তমান পীরের আগের পীর সাহেব মারা যাবার পর। উত্তরাধিকার মিরাছ বন্টন, কে গদিশীল হবেন, এগুলো নিয়ে।
কিন্তু সেই ফিতনা চার বছর ধরে চলে। এর পর সমাধান হয়ে যায় বর্তমানে যে অবস্থা দেখছেন তার উপর সব পক্ষ রাজি হবার পরে। ঐ ফিতনা আদালত পর্যন্তও গিয়েছিলো।
- Comments:
- FAQ : "জামাতে ইসলামিও ফিতনা মুক্ত"
উত্তর : জানা নেই।"আপনার জানা আছে। কিন্তু যেই কালো চশমা পড়ে আছেন তারা জন্য নিজের সংকির্ন দৃষ্টির বাইরে অন্য কিছু দেখতে পারেন না। একটু চশমাটা খুলে রাখবেন। বুঝছেন?"
আচ্ছা :-)
- সৃজনশিল প্রশ্নের উদ্ভব হয়েছে মানুষ যেন কিছু না বুজে শুধু সংগা মুখস্ত করার পেছনে না পড়ে। কিন্তু সংগা আগের মত আছে। সৃজনশীলের নামে এর আগে দুই লাইনের ছোট গল্প জুড়ে দেয়। এর পর আসল প্রশ্ন, সেই পুরানো : সংগা লিখো।