Post# 1520226029

5-Mar-2018 11:00 am


প্রতারনা/Reminders:


প্রাইভেট কারে বসে যাচ্ছিলো। খুব দামি ফোনে হোয়াটস এপ করতে করতে। জানালা দিয়ে টান দিয়ে সেটা নিয়ে নিয়ে দৌড়। এরকম দুটো ঘটনা শুনেছি পরিচিতদের মাঝে। সবগুলো ক্ষেত্রে ভিকটিম মেয়ে।

তাই গাড়ি চড়েন আপত্তি নেই। দামি মোবাইল ব্যবহার করেন আপত্তি নেই। কিন্তু গাড়ির কাচ তুলে রাখবেন। "গ্যস বাচানোর জন্য এসি ছাড়বো না", এই কিপটামি না করে।


তৃতীয় ঘটনা,
গাড়ির কাচ তোলা ছিলো। ফকির আসছে। সিমপেথেটিক হয়ে দান করবে। কাচ নামাতেই সাইড থেকে মোবাইল ছো দিয়ে নিয়ে দৌড়।


বাই দা ওয়ে,
রাস্তায় যে সকল ফকিরদের দেখলে সিমপেথি জাগে। মনে হয় "কিছু দিয়ে দেই তার কেউ নেই।" এ ধরনের ফকিরদের অভাব সবচেয়ে কম। সবাই দেয় বলে।

যাকে দেখলে মনে হয় "এ আবার ভিক্ষা করছে কেন? হা হা। এরে তো কেউ দেবে না।" তার অভাব সবচেয়ে বেশি। কেউ দেয় না বলে।

5-Mar-2018 11:00 am

Published
5-Mar-2018