Post# 1520183004

4-Mar-2018 11:03 pm


Reminder : প্রতারনা


রাস্তায় গাড়িতে ডাব বা জুস খাবেন না হকার থেকে কিনে। পাশের জনের সাথে খাতির পাতিয়ে সিমপেথেটিক হয়ে। খেলে অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। আপনার মানিব্যগ-মোবাইল নিয়ে চম্পট দেবে। সুস্থ হতে বছর পার।

এটা সবাই জানে এর পরও পরিচিত একজন এই ফাদে পড়লো গত সপ্তাহে। প্রতিদিন ১০-২০ জন করে হাসপাতালে ভর্তি হচ্ছে এই রকম।


ব্যংকে টাকা জমা দিতে গেলে একজন কিছু টাকা নিচে ফেলে বলবে "ভাই আপনার টাকা নিচে পড়ে গিয়েছে, দেখেন।" আপনি নিচে তাকালে সে ছো দিয়ে কাউন্টারে রাখা আপনার মূল টাকা তুলে দৌড় দেবে।

এই প্রতারনার কথা শুনে আসছি গত ৩০ বছর ধরে। আজকেও খবর এই স্টাইলে ২৫ লক্ষ টাকা চুরি এক ব্যংকে। গত মাসেও এরকম আরেক খবর ছিলো।


ইসলামে যাদের একে অন্যের সাথে পর্দা করা হুকুম এরকম মিক্সড [গায়রে মাহরম] আত্মিয় ছেলে-মেয়েদের নিজের বাসায় রেখে তাদের উপকারের নিয়তে উচ্চ শিক্ষার ব্যবস্থা করবেন না। উচ্চ শিক্ষা ফরজ না। হয়তো এমন বিপদে আল্লাহ তায়ালা ফেলে দেবেন যে আপনি কপাল চাপড়াতে থাকবেন।

"রায়হান বিমানবন্দর রেলস্টেশন" দিয়ে সার্চ করে রিসেন্ট বিভৎস ঘটনা পড়তে পারবেন।


নিজের বুদ্ধি বিচক্ষনতার উপর নির্ভর না করে আল্লাহ তায়ালার হিফাজতের উপর নির্ভর করি বিপদ থেকে বাচার জন্য।

4-Mar-2018 11:03 pm

Published
4-Mar-2018