"মিডিয়া আরবী কি ভাবে শিখবো" বইটা কালেক্ট করলাম। কোনো নতুন ম্যজিক নেই বইয়ে। শুধু চর্চা।
চর্চার জন্য রিসোর্স কম সংগ্রহ করি নি। কিন্তু চর্চা করা হয়ে উঠে না।
এখন একটু চাপে পড়ে শিখা হচ্ছে। এই যা।
ইংরেজি যা শিখেছি সেগুলো যে ট্রেনিং-সার্টিফিকেট-কোর্স করে শিখেছি তা না। শুধু চর্চা। ইন্টারমিডিয়েট যখন পাশ করেছিলাম তখনও "মিডিয়া ইংরেজি" পড়ে খুব কম বুঝতাম। চর্চা করতে করতে সব হয়ে যায়, আলহামদুলিল্লাহ।
এখন ইন্টারনেট যুগে রিসোর্সের কমতি নেই। সময়, ইচ্ছা আর অলসতা দূর করতে হবে।