Post# 1520123768

4-Mar-2018 6:36 am


প্রসংগ : "বাবা"

"আপনার সমস্যাগুলো কি কি?" পেপারে আগে এড দিতো। "কোনো কথা না শুনে, শুধু চেহারা দেখে আপনার অতীত-ভবিষ্যৎ বলে দেবেন বাবা।"

বাবার চ্যম্বারে গেলে দেখা যায় ওয়েটিং রুমে আরেকজন রুগি অপেক্ষা করছেন। সময় কাটাতে দুই জন গল্প আরম্ভ করে "ভাই আপনি কেন এসেছেন? কাজ হবে তো? আমি শুনলাম..."

এর পর আগের রুগির ডাক পড়ে। সে আসলে রুগি না, বাবার এজেন্ট। গল্পের ছলে নতুন মক্কেলের সব কাহিনী আগেই শুনে নিয়েছে। ভেতরে গিয়ে বাবাকে বলে। বাবা এর পর মক্কেলকে ডেকে নিয়ে বলে "তুই আইছস, এই এই সমস্যা নিয়ে..." কোনো কথা না শুনেই তার আতীত বলে দিলো।

মক্কেল তাজ্জব... সব টাকা ঢেলে দেয় বাবার পায়ে।


এখন এর ডিজিটাল ভার্শন। বাবা নাম-মোবাইল জেনে নেয়। এর পর নাম-মোবাইল দিয়ে ফেসবুকে সার্চ দেয়। তার সব কাহিনী জেনে নেয়। আরম্ভ হয় আগের স্টাইলের প্রতারনা।

খবর : ট্যারট বাবা ধৃত
https://www.priyo.com/articles/what-did-tert-father-do-dor-20180302


আমার ওয়াইফ বললো এক মহিলা এক-টাকা দুই-টাকা করে চার হাজার টাকা জমিয়েছে। এখন নিজের মাকসাদ পূরনার্থে সে কোয়ান্টাম ফাউন্ডেশনে টাকাগুলো দান করতে চায়। করে দিতে পারবো কিনা?

কইলাম : অ [সারকাজম]


সাধারন দান-খয়রাত-দোয়া-ইবাদত তো সাধারন জিনিস। আমাদের বাপ-দাদারা করে এসেছে অন্য সাধারন মানুষও করে।

সবাই চায় এর বাইরে একটু স্পেশাল কিছু। কিছু ব্যতিক্রম।

এরজন্য আছেন বাবারা।
আধুনিক জেনারেশনের জন্য আধুনিক বাবা।
পুরানোদের জন্য পুরানোরা।

4-Mar-2018 6:36 am

Published
4-Mar-2018