Post# 1519867220

1-Mar-2018 7:20 am


অনলাইনে কেনা হেডেক:

দারাজ এ অর্ডার দিতে যাবো। বলে মোবাইল নম্বর ইনভেলিড। অনেক্ষন চেষ করে ধারনা করলাম হয়তো আগে রেজিস্ট্রেশন আছে, তাই। সেক্ষেত্রে তারা বলবে "আগে রেজিস্ট্রেশন আছে"। ইনভেলিড বলে কেন?

আগে রেজিস্ট্রেশন থাকলে পাসওয়ার্ড রিকভার করবো : সেন্ড পাসওয়ার্ড করলে মেইল আসে না।
বের করলাম তাদের প্রতিদিনের শত শত স্পেম-প্রমোশন মেইলের জন্য মেইল সার্ভার তাদেরকে ব্লক করে রেখেছে। হয়তো সে জন্য, বা হয়তো তারাই মেইল পাঠাচ্ছে না। ভাবলাম, তাদের এত প্রোমোশন মেইল পাঠিয়ে লাভ কি? যদি প্রমোশন মেইলের কারনে আমি অর্ডারই না করতে পারি?

মোবাইল নম্বর ঠিক মত না দিলে মাল ডেলিভার করতে পারবে না। অর্ডার দেবো কি করে?

শেষে বিদেশি স্টাইলে নম্বরের আগে +880 বসিয়ে নতুন রেজিস্ট্রেশন করে কোনো রকমে অর্ডার দিলাম।

বুঝলাম এখনো অনলাইনে মাল কিনতে হলে আপনাকে ক্রিয়েটিভ প্রোগ্রামার-ডিবাগার হতে হবে।

1-Mar-2018 7:20 am

Published
1-Mar-2018