Post# 1519847784

1-Mar-2018 1:56 am


কিছু দিন ধরে অনলাইনে কিনছি। এর হেডেক।

বই কিনবো।

১। সাইটে গিয়ে সার্চ দিলাম "মিডিয়া আরবী কিভাবে শিখবো"। না, সাইটে এই নামে কোনো বই নেই।

২। "মাকতাবাতুদ দাওয়াহ" সেকশনে গেলাম। বইটা আছে। তবে সার্চে আসে না।

৩। আসেনা কেন? রিসার্চ করে বের করলাম নামের আগে বা পরে একটা মাত্র স্পেইস বেশি দিলে সে কিছু খুজে পায় না। যেটা নাম কপি পেষ্ট করার সময় হয়।

৪। ঠিক আছে। কিনে চেক আউট করবো। রেডিও বাটনে অপশন শুধু "লগইন" অথবা "গেষ্ট"। আর রেজিস্ট্রেশন করলে কি সুবিধা তার বর্ননা। কিন্তু নতুন রেজিস্ট্রেশনের অপশন নেই।

৫। রেজিষ্ট্রেশন লিংক খুজে পেলাম পেইজের উপরে কোনায়। সাবমিট করবো। বলে "আপনার সকল তথ্য সঠিক না"। কোন তথ্য ভুল সেটা তারাও বলে না। আমারও বুঝার কোনো উপায় নেই।

এখানেও কি তবে স্পেইসের কারসাজি?

    Comments:
  • ^ নাম ইংরেজিতে দিয়ে দেখেছি। ফোন নং কয়েকেবার চেক করে দেখেছি। সব সময় এরর।
    এর পর হতে পারে এই ফোন নম্বর বা ইমেইল আগে থেকে রেজিস্টার করা আছে। বা অন্য কিছু।
  • সার্চেও সমস্যা আছে। "মিডিয়া আরবী কিভাবে শিখবো" দিয়ে সার্চ দিলেও আসে না। হটাৎ করে একবার পেয়েছি। তখন কিভাবে লিখেছিলাম জানি না।

1-Mar-2018 1:56 am

Published
1-Mar-2018