যে কোনো দলে যোগ দেবার আগে কেয়েকটা জিনিস বিবেচনা করে নিতে হয়।
১
দলে ঢুকা সহজ। বেরুনো কঠিন।
যে যেই কাজে লিপ্ত থাকুক না কেন, সবগুলো দল নিজেদের কাজকে জিহাদ বলে বিশ্বাস করে। তাই পরবর্তি যে কোনো সময়ে বেরিয়ে আসতে চাইলে জিহাদের ময়দান থেকে পলানোর অপরাধে আপনাকে অপরাধী করা হবে।
২
দলের মন্দগুলো আপনাকে গ্রহন করতে হবে।
ঢোকার আগে শুধু ভালো গুলো বাছাই করে নেবার সুযোগ আছে। ঢোকার পরে সেটা থাকবে না। ভালো মন্দ দুটোকেই গ্রহন করতে হবে। নয়তো দলের ঐক্য নষ্ট হবে। আপনি হবেন ফিতনার কারন।
৩
নিরিহদের পেছনে লাগতে হতে পারে।
কারন প্রতিটা দলেই পলিটিক্স আছে। নেতৃত্ব নিয়ে কোন্দল। দলের সদস্য হিসাবে আপনাকে দল বাচাতে এর বা ওর পক্ষ নিয়ে বাকিদের বিপক্ষে কাজ করতে হবে।
৪
বায়াত দিলে আর ভাঙ্গতে পারবেন না।
যতক্ষন না যাকে বায়াত দিয়েছেন তার মৃত্যু হয়। তার সব হুকুম আপনি মেনে নিতে বাধ্য যদি না সেটা সরাসরি ইসলাম বিরোধি হয়।