Post# 1514557352

29-Dec-2017 8:22 pm


কিন্তু ভাই ম্যকানিক্যল ইঞ্জিনিয়ারিং এই যুগে অচল


: গাড়ি এখন সব ইলেক্ট্রিক আর হাইব্রিড। জেনারেটর? সোলার আর উইন্ড পাওয়ার। একটা উইন্ডমিলের ডায়নামো ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং। আর টাওয়ার স্ট্রাকচার, বিল্ডিং? সেগুলো সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। সোলার পাওয়ারের কথা আর বললাম না।

এই সব ডিজিটাল যুগে আপনারা এখনো পড়ে আছেন দু'শ বছর পুরানো স্টিম ইঞ্জিন আর বয়লার নিয়ে।


: ঠিক। কিন্তু ভাই ধরেন একটা যুদ্ধ লাগলো। বন্দুক পিস্তল বানাবে কে? ম্যকানিক্যল ইঞ্জিনিয়াররা। মেশিন গান সেটাও ম্যকানিক্যল। বোমা গ্রেনেড মর্টার মাইন? সব ম্যাকনিক্যল। এমন কি এ সব তৈরির ফেকটরি যদি বানাতে হয় তাবে সেটাও ম্যকানিক্যল।

দেশ রক্ষার জন্য হাজার হাজার ট্যংক, ফাইটার, যুদ্ধ জাহাজ লাগবে? সব ম্যকানিক্যল। এগুলো নষ্ট হয়ে গেলে সারাতেও ম্যকানিক্যল ইঞ্জিনিয়ার।

আধুনিক যুগে আসেন। মিসাইল, এন্টিমিসাইল? এগুলো কি ইলেক্ট্রিক ইঞ্জিনিয়াররা করবে নাকি ম্যকানিক্যল?


: হুম!
সিভিল ইঞ্জিনিয়াররা গড়ে।
ম্যকানিক্যলরা ধ্বংশ করে।

#funpost

29-Dec-2017 8:22 pm

Published
29-Dec-2017