: আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই।
১
Good, বললাম: বলেন।
এর পর আধা ঘন্টা ধরে ব্যখ্য করলেন। এমন জিনিস যা আমি আগে থেকে জানি।
কথা শেষ? প্রশ্ন আছে?
এর পর আবারো আধা ঘন্টা ধরে আগের কথা রিপিট করলেন। উনার সন্দেহ উনি আমাকে কনভিন্স করতে পারছেন না। কারন আমি উনার কথা বুঝতে পারছি না।
কিভাবে বুঝলেন আমি বুঝি নি? আমি এতক্ষন মুখ খুলিনি। আর এগুলো আমার কাছে নতুন কোনো কথা না।
২
এক ঘন্টা উনার কথা শোনার পর।
এখন মুখ খোলবো? উনার কথা শেষ হয়েছে?
আমি আস্তে মুখ খুললাম। উনি দ্রুত আমাকে থামিয়ে দিলেন।
বুঝালাম উনার লক্ষ্য আমার কাছ থেকে উনার মতের পক্ষে সমর্থন আদায় করা। উনি এর বাইরে কিছু আমার কাছ থেকে জানতে চাচ্ছেন না।
আমার কাজ হলো বসে বসে উনার কথা শুনা। বিলাতিরা যাকে বলে কাউন্সিলিং।
৩
এই পর্ব শেষ হলো।
কিছু দিন পর আরেকজনের ফোন, "আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই।"