Post# 1514470052

28-Dec-2017 8:07 pm


পরিবর্তন,


সময়ের সাথে সাথে পরিবর্তিন আসে। এখন আগের থেকে আরো দ্রুত গতিতে। বয়স্করা এটা অপছন্দ করে। আগের জীবনে অভ্যস্ত যে।

তবে পরিবর্তন ঠেকাতে পারে না।


৮০ র দশকে। ইত্তেফাক অফিসের উল্টো দিকের দেয়ালে বড় করে লিখা "এদেশ থেকে কম্পিউটার-কম্পোজ হটাও!"। সারা জীবন যারা টাইপসেট করে প্রেসে কাজ করেছে তারা পরিবর্তন পছন্দ করতো না।


চাকরির প্রথম থেকেই কম্পিউটারে কাজ করে আসছি। এর চাহিদা সবসময়ে থাকবে বিশ্বাস করি না। কিন্তু কমে বেড়ে হলেও এখনো টিকে আছে।


ছোটকালে মুরুব্বিদের দেখতাম সারা দিন বিরক্তি প্রকাশ করতে "সেই দিন নেই। যেই জামানা পড়ছে।"

আতেল টাইপের কথা মনে হতো। উদ্যশ্য মুরুব্বিয়ানা প্রকাশ। আমি তো এরকমই সবসময় দেখে আসছি। এটাই নরমাল।

এখন আমি সেই মুরুব্বিদের মতো কথা বলি। সে কথা শুনে ছোটরাও কি তাই ভাবে যা আমি ভাবতাম?


পরিবর্তন। আমার ডিগ্রি ম্যকানিক্যল ইঞ্জিনিয়ারিংয়ে। ক্লাসমেট যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা সবাই খুব ভালো আছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে সব ধরনের ডিগ্রি দেয় কিন্তু ম্যকানিক্যল দিতে পারে না -- তাই। সাপ্লাই কম।


পরিবর্তন। এর পর চাহিদা যদি সিফট করে। আমি কি আবার ম্যকানিক্যলে ফিরে যেতে পারবো? এক্সপেরিয়েন্স নেই। নতুন করে আবার ট্রেইনড আপ হবার বয়স নেই।


মনে পড়লো "এদেশ থেকে কম্পিউটার কম্পোজ হটাও!"। এখন সব ছাপাই কম্পিউটার কম্পোজে।

সত্য হলো পরিবর্তন ঠেকানো যায় না। নিজেকে পরিবর্তিত হতে হয়।

28-Dec-2017 8:07 pm

Published
28-Dec-2017