অনেক সময়ে কেউ যুক্তি দেখালে আমি পাল্টা যুক্তি দেখাই না। কারন তার যে শিক্ষা, বিবেচনা, বোধ-বুদ্ধি -- তাতে সে যেটাকে সঠিক মনে করছে, সেটার উপর থাকাই তার জন্য উত্তম।
এবং পাল্টা যুক্তি দেখালে সে সেই রকম আবার ভুল বুঝবে, যেরকম সে প্রথমবার ভুল বুঝেছে।
কিন্তু তাকে ব্লক করে দিলে। উপরে উল্লেখিত সমস্যাগুলো চলে যায়। তখন বিপরিত কথাগুলো প্রেজেন্ট করতে পারি। নতুন ফিতনার আশংকা ছাড়া।