১
ইমরান নজর হোসেন ভক্তদের কাছাকাছি যখন ছিলাম তখন এটা বড় সমস্যা ছিলো।
রাশিয়া-ইরানের পক্ষে পজিটিভ কিছু লিখলে বিরোধিরা বলতো : "এই তো নজর হোসেনের মুরিদ।"
বিপক্ষে কিছু বললে ভক্তরা : "এই লোক আছেই শুধু আমাদের বিরোধিতা করার জন্য।"
২
সব ব্লক করে চলে আসার পর এখন আর কেউ এরকম কিছু খুজে পায় না। যদিও পক্ষে-বিপক্ষে এরপর অনেক কিছুই বলেছি।
Another reason, why you should not talk anything about a group in the presence of a hater or lover of that group.
৩
in any case. প্রত্যেকের উচিৎ নিজ নিজ দলের শায়েখ, বড়ভাই, আলেমদের থেকে ইলম হাসিল করা।
আমার কাছে কিছু নেই।