১
আসাদ নূর, এই বছর হাফেজ-মুফতি-মাওলানার ভিডিওতে যাকে উপস্থাপক হিসেবে দেখা যেতো তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিমান বন্দর থেকে, নেপাল যাবার সময়।
অথচ আমার ধারনা ছিলো সে নেপালেই আছে। তার অন্য কোনো কথা-লিখা আমি পড়ি নি বা পড়ার ইচ্ছে নেই।
২
তবলিগের মুরুব্বি আর আলেমদের যে গ্রুপ দেওবন্দে গিয়েছে। তারা জানিয়েছে মাওলানা সাদ সাহেবের রুজু দেওবন্দ গ্রহন করে নি।
৩
সৌদি মডারেট হবার রাস্তায় পরবর্তি ধাপে, আজকে কনসার্টে মেয়েরাও গান গেয়েছে। হিজাব ছাড়া।