Post# 1514226261

26-Dec-2017 12:24 am



আসাদ নূর, এই বছর হাফেজ-মুফতি-মাওলানার ভিডিওতে যাকে উপস্থাপক হিসেবে দেখা যেতো তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিমান বন্দর থেকে, নেপাল যাবার সময়।

অথচ আমার ধারনা ছিলো সে নেপালেই আছে। তার অন্য কোনো কথা-লিখা আমি পড়ি নি বা পড়ার ইচ্ছে নেই।


তবলিগের মুরুব্বি আর আলেমদের যে গ্রুপ দেওবন্দে গিয়েছে। তারা জানিয়েছে মাওলানা সাদ সাহেবের রুজু দেওবন্দ গ্রহন করে নি।


সৌদি মডারেট হবার রাস্তায় পরবর্তি ধাপে, আজকে কনসার্টে মেয়েরাও গান গেয়েছে। হিজাব ছাড়া।

26-Dec-2017 12:24 am

Published
26-Dec-2017