Post# 1514192419

25-Dec-2017 3:00 pm


বিয়ের সময়ে কাবিনে সাইন করার আগে নিচে ১৭, ১৮, ১৯ এই তিনটা শর্তে সরকারি কাজি কিছু বসিয়ে দিয়েছে কিনা আগে চেক করে সাইন করবেন।

এবং তারা সাধারনতঃ এখানে ১৮ তে "হ্যা" বসিয়ে দেয়।

আর ১৯ শে শুধু "হ্যা" বসিয়ে দিলে আপনি শেষ।

১৭ নংএ কি লিখেছে সেটাও দেখে নিবেন।

এগুলো লিখার আগে আপনার, বা আপানার পরিবারের কারো সাথে কোনো কথা তারা বলে না।

যদি বসায় তবে শান্ত ভাবে বলেন নতুন কাবিন লিখে আনেন, আমি এইখানে সই করবো না। এর পর ২ ঘন্টা সময় নিয়ে অপেক্ষা করেন।

আপনার ২ ঘন্টার অধর্য্য -- সারা জীবনের কান্না।

আবার রিমাইন্ডার, মোহরানার পুরো টাকা আপনার স্ত্রীকে পরিশোধ করতে হবে, যদি সে আপনাকে ছেড়ে আরেক জনের সাথে পলিয়ে গিয়ে, সে নিজেই আপনাকে তালাক দিয়ে এর পর বিশ্ব সুন্দরি প্রতোযোগিতায় কম্পিটিশন করে -- তবুও। এখানে ভুল যেন না বুঝেন।

"খোলা" নামে যা কিছু শুনেছেন এগুলো শুধু তখনই প্রযোজ্য যখন স্ত্রীর তালাক দেবার অধিকার থাকে না।

    Comments:
  • FAQ:
    প্রশ্ন : "... .... ..."
    উত্তর : আর কিছু জানি না। বা জানলেও বলতে রাজি না। আলেমদের থেকে জেনে নিন।

25-Dec-2017 3:00 pm

Published
25-Dec-2017