ইসলাম বলেছে, কারো মৃত্যুর পর মৃতের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে। (দেখুন, সুনান আবু দাঊদ, মৃতের পরিবারের জন্য খাদ্য তৈরি সংক্রান্ত অধ্যায়, হাদীস নং, ৩১৩৪)
আমাদের সমাজে চল্লিশা, কুলখানী ইত্যাদির মাধ্যমে উল্টো তাদের কাছ থেকে খাবার আদায় করা হয়!
সাহাবী জারীর ইবনে আবদুল্লাহ (রা:) বলেন, আমরা (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লামের যুগে) মৃত ব্যক্তির বাড়িতে (সেজবান হয়ে জড়ো হওয়া) এবং খাবার অনুষ্ঠানকে শরিয়ত নিষিদ্ধ মাতম বলে গণ্য করতাম। (মুসনাদে আহমাদ, ৬৮৬৬, ইবনে মাজাহ, ১৬১২)