১
রাসুলুল্লাহ ﷺ এর জীবনী যেটা নিজে পড়েছি : "বিশ্বনবি" গোলাম মোস্তফার লিখা অনেক পুরানো বই। এটা সম্ভবতঃ এখনো ছাপানো পাওয়া যায়।
তবে সমস্যা হলো এটা আর সব পুরানো কিতাবের মত সাধু ভাষায় লিখা।
২
ভ্যরিফাইড এবং ডিটেলসের জীবনীর জন্য আল বিদায়া ওয়ান্নিহায়া ২য় খন্ড থেকে আরম্ভ করে ৬ষ্ঠ খন্ড পর্যন্ত। অন্য কোনো বইয়ের কোনো বর্ননায় যদি সন্দেহ হয়, তবে এটা সবচেয়ে গ্রহনযোগ্য রেফারেন্স বাংলায়। ইসলামি ফাউন্ডেশনের।
বাইতুল মুকাররমে পাওয়া যায়। নেটে PDF খুজলে পাবেন।
৩
বাকি আরো অনেক সিরাতের কিতাব এখন অনুবাদ হয়েছে। কিন্তু আল বিদায়া পড়ে থাকলে সেগুলো কভার হয়ে যাবে।