মিজান হারুন নামে ফেসবুকে এক শায়েখ আছেন। প্রোফাইলে অনেক বছর কবি নজরুলের ক্লিন শেইভ একটা ছবি দিয়ে রেখেছিলেন।
এস ইউজুয়েল আমাদের ইসলামিষ্টরা দলে দলে এসে গালি দিয়ে যেতো।
বহু দিন পর কবিতা, নজরুল আর এই সব ব্যপারে উনার মত ব্যক্ত করলেন। যেটা সাধারন ভাবে আমরা যা বিশ্বাস করি সেটাই। উনি এগুলো অপছন্দ করেন।
তবে প্রোফাইলে এই ছবি কেন? বললেন ইনটলারেন্টদের দূরে রাখার জন্য টেকনিক।
Feeling like আমাকেও এরকম কিছু একটা করতে হবে। Intolerant দের repellent কোন ছবিটা হবে সেটা এখন চয়েস করছি। :-)
- Comments:
- কবি নজরুলের ছবিতে একটা ব্যলেন্স দেখিয়েছেন উনি। যেটা পরে ডিফেন্ডব্যল। রবিন্দ্রনাথের ছবি কিন্তু দেন নি।
তাই ডারউইন টারউইন বাদ। চিন্তা করছি "মডারেট পন্থি" লিখে একটা বড় কভার পিক করে দেবো।
মডারেট শব্দটা এখন ইসলামিষ্টদের সবচেয়ে বড় রেপালেন্ট। যদিও ইনহেরেন্টলি খারাপ কিছু নেই এর অর্থে। পরে ডিফেন্ড করা যাবে। "আমি এই অর্থে বুঝিয়েছি।" :V
- আর আমাকে এই ভাবে ১০ প্যচ বুঝে চলে আসতে হচ্ছে অনেক বছর ধরে এই রকম ১০ দিকের কুফরি ফতোয়া থেকে বাচতে।